যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে: গোলাম মাওলা রনি
বাংলাদেশের জন্মলগ্ন থেকে এমন ভয়াবহ সময় আর আসেনি বলে ম্মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, দেশ এখন আইনের বাইরে, চারদিকে শুধু লাশ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে গোলাম মাওলা রনি বলেন, `আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত ঘুষ, এসব নিয়ে আমরা আর কথা বলি না। কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়, নির্বিচারে যাকে পায় তাকে কুপিয়ে ছিনতাই করছে। সে পুলিশ হোক বা আমলা হোক। অসংখ্য লাশ নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে, বনে জঙ্গলে লাশ। আমাদের বনাঞ্চল, পাহাড়, সমুদ্রতট—সব জায়গা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।`