‘কোনো সাংবাদিক এখনো সবচেয়ে মৌলিক প্রশ্নটি তোলেননি, কে সেই বন্ধু’?
বাংলাদেশ প্রায় দুই দশক ধরে এমন উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেনি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মূলত একটি ছাত্রসংসদের ভোট, এর তাৎপর্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বিপুল ভোটার উপস্থিতি দীর্ঘদিনের দমিত ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে স্পষ্টভাবে তুলে ধরেছে’ বলে মন্তব্য করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি বলেন, এটি শুধু ছাত্ররাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ছিল না, বরং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রতীকী ঘোষণা। তাই ফলাফল যেমনই হোক না কেন, সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীকে তা মেনে নেওয়াই শ্রেয় হবে।