বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নবরাত্রির গরবা নাচের সময় হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

নবরাত্রির গরবা নাচের সময় হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

মধ্যপ্রদেশের খারগোনে নবরাত্রির গরবা নাচের সময় মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীর আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে। সোনম নামের ওই নববধূ স্বামীর সঙ্গে নাচতে নাচতেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর জি-নিউজ বাংলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার মাস আগে সোনমের বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে উৎসবে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। প্রথমে স্বজনরা ভেবেছিলেন এটি নাচের অংশ, কিন্তু কিছুক্ষণ নিথর হয়ে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়— হঠাৎ হার্ট অ্যাটাকই মৃত্যুর কারণ।

আন্তর্জাতিক বিভাগের সব খবর

বুয়ালোইয়ে লণ্ডভণ্ড ভিয়েতনাম, মৃত্যু বেড়ে ১৯

বুয়ালোইয়ে লণ্ডভণ্ড ভিয়েতনাম, মৃত্যু বেড়ে ১৯

টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। নিখোঁজ এখনও ২১ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বুয়ালোই ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪

সুমুদ নৌবহরকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল?

সুমুদ নৌবহরকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল?

অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থামিয়ে দিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে যাওয়া এই বহরকে আটকাতে জাহাজ জব্দের কথাও বলছে তেলআবিব। প্রায় ৫০টি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এই বহরে ৪০টি দেশের ৫০০’রও বেশি শান্তিকর্মী অংশ নিয়েছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা বহরটি বর্তমানে গাজা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মার্চ মাস থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ থাকায় এবং সহায়তা আটকে দেওয়ার কারণে এ নৌবহর বিশ্বব্যাপী সংহতির প্রতীক হয়ে উঠেছে।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে কড়াকড়ি নতুন শর্তের প্রস্তাব

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে কড়াকড়ি নতুন শর্তের প্রস্তাব

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির নিয়মে কঠোরতার পরিকল্পনা করছে সরকার। এবার আবেদনকারীদের সমাজ ও অর্থনীতিতে তাদের অবদান প্রমাণ করতে হবে। সোমবার লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ প্রস্তাব উপস্থাপন করবেন। বর্তমানে অধিকাংশ অভিবাসী পাঁচ বছরের মধ্যে স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) জন্য আবেদন করতে পারেন। নতুন প্রস্তাবে আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা, কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা ও সরকারি সুবিধা গ্রহণ না করার শর্ত যুক্ত করার কথা বলা হচ্ছে। এছাড়া আবেদনকারীদের উচ্চমানের ইংরেজি ভাষা দক্ষতা ও স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড দেখাতে হবে।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপেক্ষ ৪ নিহত

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপেক্ষ ৪ নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। রোববার সকালে গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের (ডেট্রয়েট থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে) চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে এ ঘটনা ঘটে। খবর বিবিসি। পুলিশ জানায়, হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), যিনি বার্টন শহরের বাসিন্দা ও সাবেক মেরিন কর্পস সদস্য, গাড়ি চালিয়ে চার্চ ভবনের ভেতরে ঢুকে পড়েন। এরপর তিনি একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালান এবং দাহ্য পদার্থ ব্যবহার করে ভবনে আগুন ধরিয়ে দেন।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৯