শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক বিভাগের সব খবর

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলুর ২৪৩০ বছরের কারাদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলুর ২৪৩০ বছরের কারাদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনে আদালতে তাঁর বিরুদ্ধে ২ হাজার ৪৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে তুরস্কের রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতের প্রকাশিত নথিতে এ তথ্য জানা গেছে। প্রায় ৪ হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, চাঁদাবাজি ও দরপত্র জালিয়াতিসহ নানা অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে ইমামোগলুকে অক্টোপাসের সাথে তুলনা করে বলা হয়েছে, তিনি দেশজুড়ে বিস্তৃত এক অপরাধচক্র পরিচালনা করতেন।

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৫

দিল্লিতে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, ইসলামাবাদে হামলায় ভারতকে দায়ী করলেন শাহবাজ শরিফ

দিল্লিতে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, ইসলামাবাদে হামলায় ভারতকে দায়ী করলেন শাহবাজ শরিফ

দিল্লির বিস্ফোরণের বিষয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালবেলায় প্রথম দফার বৈঠকের পর বিকেল তিনটায় দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক সদানন্দ বসন্ত দাতে, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলছা। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলীন প্রভাত ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। বৈঠকে বিস্ফোরণের তদন্ত, পরবর্তী রূপরেখা এবং দেশের নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৯:৫০

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। আত্মঘাতী হামলাটি দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রথম অগ্রাধিকার হামলাকারীর পরিচয় শনাক্ত করা, জানিয়েছেন নাকভি। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগের ডা. আদনান জানিয়েছেন, বিস্ফোরণের পর ১২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এখন সেগুলো মর্গে স্থানান্তর করা হচ্ছে।

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৯:৩১

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও শান্তিতে নেই গাজাবাসী। এর মাঝে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, প্রশাসনিক জটিলতা ও নানা নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১০ নভেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য পেশ করে সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ নানা বাধার মুখে পড়ছে। সীমিত প্রবেশপথ, কঠোর প্রশাসনিক প্রক্রিয়া, নিষেধাজ্ঞা ও অনিরাপদ পরিস্থিতি এ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪০

নয়াদিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩

নয়াদিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। সোমবার সন্ধ্যার দিকে এই বিস্ফোরণে আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন মরদেহ। কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা গাড়িতে বিস্ফোরণ ঘটে। আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ২২টি গাড়ি প্রভাবিত হয়।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৩:১৭

ছিন্নভিন্ন শরীর, হাত পড়ে আছে রাস্তায়-প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণের বীভৎসতা

ছিন্নভিন্ন শরীর, হাত পড়ে আছে রাস্তায়-প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণের বীভৎসতা

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বিস্ফোরণের পর মানুষের দেহের অংশ উড়ে এসে রাস্তার ওপর পড়তে দেখেছেন। প্রত্যক্ষদর্শী কাঁপা কণ্ঠে বলেন, বিস্ফোরণের শব্দ এত প্রবল ছিল যে “কান কয়েক মিনিট ধরে বাজতে থাকে।” তিনি আরও জানান, “একজনের শরীর টুকরা হয়ে গিয়েছিল। আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখেছি। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, বিস্ফোরণটি ছিল ভয়ংকর।”

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২২:৫৪

দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার, কিসের ইঙ্গিত

দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার, কিসের ইঙ্গিত

ভারতের রাজধানী দিল্লির রেড ফোর্টের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ভারতের সবচেয়ে ব্যস্ত ও নিরাপত্তাসংবেদনশীল এলাকায় হওয়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় ছড়িয়ে ছিল দেহের খণ্ডাংশ।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২২:১৯