যুক্তরাষ্ট্রে লবিং ফার্ম নিয়োগ করেছে আরএসএস!
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সমর্থনে লবিং করাতে যুক্তরাষ্ট্রের নামকরা ফার্ম ‘স্কয়ার প্যাটন বগস’ (এসপিবি)-কে নিয়োগ করেছে ভারতের কট্টর ডানপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এমন তথ্য সামনে আসতেই দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম প্রিজমের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে মার্কিন কংগ্রেসের সামনে আরএসএসের স্বার্থ তুলে ধরতে এসপিবিকে মোট ৩ লাখ ৩০ হাজার ডলার প্রদান করা হয়।
মজার বিষয় হলো, এসপিবি একই সময়ে পাকিস্তান সরকারের লবিস্ট হিসেবেও কাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে একই ফার্মের সম্পৃক্ততা ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
যদিও আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর এক এক্স-পোস্টে যুক্তরাষ্ট্রে লবিং ফার্মের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে বলেন, 'আরএসএস কেবল ভারতের মধ্যেই কাজ কর।'
কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেন, 'আরএসএস নিজের স্বার্থ রক্ষায় পাকিস্তানের সাথে সংশ্লিষ্ট একটি মার্কিন লবিং ফার্মকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে, এটি জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। আরএসএস নিবন্ধিত সংগঠন নয়, কর দেয় না। তবুও যুক্তরাষ্ট্রে এমন ব্যয়বহুল লবিং প্রশ্নের জন্ম দিচ্ছে।'
সদ্য সংবাদ/এমটি



























