শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৫ নভেম্বর ২০২৫

জম্মু-কাশ্মীরে বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯

জম্মু-কাশ্মীরে বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৯ জন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশির ভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তা। বিস্ফোরণের সময় তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনেরও দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিস্ফোরকগুলো হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করে নওগাম থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময়ই হঠাৎ এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ভারতীয় সেনাবাহিনীর '৯২ বেস হাসপাতাল' এবং শের-ই-কাশিম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনার পরপরই শীর্ষ পুলিশ কর্মকর্তারা নওগাম থানা এলাকায় পৌঁছে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করার কাজ শুরু করেছেন।

সদ্য সংবাদ/এমটি