শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১৫ নভেম্বর ২০২৫

নির্যাতনের অভিশাপে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে: মেজর হাফিজ

নির্যাতনের অভিশাপে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে: মেজর হাফিজ
ছবি: সংগৃহীত

নির্যাতিত মানুষের অভিশাপেই শেখ হাসিনা আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দুঃশাসন ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ভোলার লালমোহনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে গণসংবর্ধনায় যোগ দিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, 'বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এবার আপনারা মনোনয়ন দিলে আমি নির্বাচন করব।'

তিনি জানান, ২০ বছর এমপি থাকাকালে তিনি দুর্নীতি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেননি। 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'তারা দেশের সম্পদ লুট করেছে, বহু নিরপরাধ মানুষকে নিখোঁজ–খুন করেছে। আল্লাহর গজব নেমে এসেছে বলেই আজ তারা দেশ ছাড়তে বাধ্য।'

তিনি বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লিগের অংশ নেওয়ার সুযোগ নেই। আগামী ত্রিশ-চল্লিশ বছরেও তাদের দেশে ফেরার সুযোগ হবে না।'

সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এমটি