তিন বিচারপতিকে শোকজ নয়, মামলার তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কেবল মামলা-সংক্রান্ত কিছু তথ্য চেয়েছেন। এটি আদালত ব্যবস্থাপনার অভ্যন্তরীণ প্রক্রিয়ার নিয়মিত দাপ্তরিক বিষয়। প্রসঙ্গত, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তিন বিচারপতিকে শোকজ করে ব্যাখ্যা চেয়েছেন। তবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, সংবাদে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ২১:৫৪