বিএসবির খায়রুলকে আদালতে মারধর, ৭৫ মামলায় জামিন নামঞ্জুর
শিক্ষার্থীদের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা শতাধিক মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে আদালতের বারান্দায় মারধর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
অর্থ আত্মসাতের মামলায় জামিন শুনানির জন্য হাজির করা খায়রুল বাশারের ওপর এজলাসের দরজায় পৌঁছানোর সময় কয়েকজন ব্যক্তি হামলা চালায়। পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে তাকে এজলাসের ভিতরে নিয়ে যায়।
৯৯টি মামলায় জামিন শুনানি শেষে আদালত ১৪ মামলায় জামিন দেন, বাকি ৭৫ মামলায় জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে কয়েকশো মামলা রয়েছে। তিনি গত ১৪ জুলাই গ্রেপ্তার হন এবং বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরি জেনে বেশ কয়েকজন অভিযোগকারী তাকে লক্ষ্য করে হামলা চালান।



























