বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ঐকমত্য কমিশন ঐক্য নয়, অনৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ
‘দেশকে এগিয়ে নিতে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকারকে তুলে ধরুন’
আ.লীগকে নির্বাচন ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়: নাহিদ ইসলাম
হাসিনা ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী কবির রিজভী
দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
সংসদ নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
ট্রাম্পের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

সদ্য বিনোদন

প্রকাশিত: ০১:২১, ২৯ অক্টোবর ২০২৫

কোন দৃশ্যকে সাহসী বলা হয়? জানেন না তাসনিয়া ফারিণ

কোন দৃশ্যকে সাহসী বলা হয়? জানেন না তাসনিয়া ফারিণ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও আলোচনায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সফল সিনেমা ‘ইনসাফ’ এর পর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নতুন এক ছবিতে। ভারতের খ্যাতনামা নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালনা করবেন ছবিটি। এরই মধ্যে সিনেমার কাজের জন্য ভারত সফরে রয়েছেন ফারিণ এবং সেখানেই স্থানীয় গণমাধ্যমকে দিয়েছেন এক সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে তাঁকে সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্ন করা হলে ফারিণ হাসিমুখে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কোন দৃশ্যকে সাহসী বলা হয়? এর মাপকাঠি কী, আমি জানি না। তাই উত্তরও জানা নেই।’

তার এমন কৌশলী জবাবে উপস্থিত সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। যদিও সরাসরি কোনো উত্তর দেননি, তবু তাঁর রসিক ভঙ্গি ও আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দুই বাংলার কাজের পরিবেশ নিয়ে প্রশ্নে ফারিণ বলেন, ‘কাজের ধরনে কিছুটা পার্থক্য আছে। বাংলাদেশে কাজ হয় বেশ স্বাধীনভাবে, আর ভারতে সবকিছু অনেক বেশি সংগঠিত ও পেশাদারভাবে হয়। তবে ভাষা, সংস্কৃতি, মানুষের চেহারা—সবই তো একই, তাই তেমন কোনো বড় পার্থক্য মনে হয় না।’

ভারতীয় ধারাবাহিক নাটকে অভিনয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সম্ভবত পারব না। কারণ ধারাবাহিকের কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে, সেক্ষেত্রে সবকিছু ছেড়ে ওখানেই থাকতে হয়। আমি তো নিজের দেশেও কাজ করি। তবে আপনাদের নায়ক ঋষি কৌশিকের সঙ্গে আমি কাজ করেছি, উনি আমাদের দেশেও অভিনয় করেছেন।’

উল্লেখ্য, কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তাসনিয়া ফারিণ। দর্শক এখন অপেক্ষায় আছেন অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় ফারিণের নতুন চমকের জন্য।

সর্বশেষ