বক্স অফিসে দারুণ সফল ‘থামা’, তারপরও মাস্কে মুখ ঢেকে মুম্বই ছাড়লেন রশ্মিকা?
বক্স অফিসে দারুণ সফল ‘থামা’ রশ্মিকা মান্দানার অভিনয় নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ছবির সাফল্যের রেশ কাটিয়ে এবার অভিনেত্রীকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে, তবে মুখে মাস্ক পরে।
জানা গেছে, ছবির কাজ শেষ করে নিজের শহর হায়দরাবাদে ফিরছিলেন রশ্মিকা। কিন্তু তাঁর মুখ ঢাকা মাস্ক ঘিরে তৈরি হয়েছে জোর কৌতূহল।
এয়ারপোর্টে উপস্থিত আলোকচিত্রী ও ভক্তরা তাঁকে মাস্ক খুলতে অনুরোধ করলে রশ্মিকা স্পষ্ট জানিয়ে দেন, ‘সদ্য ট্রিটমেন্ট করিয়েছি। এখনই মাস্ক খুলতে পারব না।’
এই মন্তব্যের পর থেকেই গুঞ্জন আরও বেড়েছে। অনেকের ধারণা, রশ্মিকা হয়তো ত্বক বা ঠোঁটের কসমেটিক ট্রিটমেন্ট করিয়েছেন, তাই মুখ ঢেকে রেখেছেন। তবে ঠিক কী ধরনের চিকিৎসা করিয়েছেন, সে বিষয়ে অভিনেত্রী মুখ খোলেননি।
রশ্মিকা বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসেন। তাঁর ও অভিনেতা বিজয় দেবেরোকোন্ডার সম্পর্ক ও সম্ভাব্য এনগেজমেন্ট নিয়ে বহু জল্পনা থাকলেও, দু’জনের কেউই তা স্বীকার করেননি।
শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে তবে রশ্মিকা বা বিজয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই মাস্ক পরা রশ্মিকার চিকিৎসা–রহস্যও আপাতত অজানাই থেকে গেল।



























