নগরবাউল জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?
বাংলা সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নৃত্যশিল্পী নামিয়া আমিনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে ও সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, “জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আমিন। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়ার জন্ম ও বেড়ে ওঠা সেখানেই, এবং তিনি পেশায় একজন পরিচিত নৃত্যশিল্পী।”
রবিন আরও জানান, ২০২৩ সালে জেমসের যুক্তরাষ্ট্র সফরের সময় লস অ্যাঞ্জেলেসে এক সংগীতানুষ্ঠানে নামিয়ার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই সম্পর্কের শুরু। পরে ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা ঢাকার বনানীতে একসঙ্গে বসবাস করছেন।

চলতি বছরের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জেমস ও নামিয়ার প্রথম সন্তান, পুত্র জিবরান আনাম।
এর আগে জেমস প্রথমে চিত্রনায়িকা রথিকে, পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বেনজীর সাজ্জাদকে বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে সমঝোতার ভিত্তিতে তার বিচ্ছেদ হয়। বেনজীর বর্তমানে কন্যা জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করছেন।
প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র দানিশ ও এক কন্যা জান্নাত রয়েছে। নতুন জীবনসঙ্গী নামিয়া ও নবজাতক পুত্রের আগমনে এখন সুখের সময় পার করছেন এই সংগীত তারকা।



























