শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৬, ২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু

চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—উত্তর ফারুয়ার আনু মিয়া হাজি বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (৭), তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (৮) এবং সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯)। তিনজনই পরস্পর চাচাতো ও খালাতো বোন।

স্থানীয়রা জানান, বিকেলে খেলতে খেলতে শিশুরা বাড়ির পাশের মসজিদের পুকুরের কাছে যায়। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেন, সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন জানান, তিন শিশুই আত্মীয়। হাবিবা ও সুমাইয়া দুই বোন, আর জান্নাত তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। তিনি বলেন, ‘একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেখানে শিশুদের হাসি-খেলায় মুখর ছিল ঘরবাড়ি, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা।’

সর্বশেষ