শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত: ২২:১৪, ২৪ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল সভাপতিকে গুলি করে হত্যা চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল সভাপতিকে গুলি করে হত্যা চেষ্টা
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল (৫৫)-কে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে গেছে।  শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে।  মফিজুর রহমান মুকুল পদ্মপাড়ার মরহুম আব্দুল মালেক মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে বিএনপির কার্যালয়ে কাজ শেষ করে রিকশায় করে বাড়ি ফেরার পথে বাড়ির ফটকের সামনে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি চালায়।  স্থানীয়রা দ্রুত মফিজুর রহমান মুকুলকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান। ঘটনার পর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মফিজুর রহমান মুকুলের বড় ভাই মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে বাড়ির প্রবেশপথের সামনে সন্ত্রাসীরা আমার ভাইকে তিনটি গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার পিঠে ও দুটি কোমরের নিচে লাগে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমান মুকুলের শরীরে তিনটি গুলি লেগেছে। গুলিগুলো বের করা সম্ভব হয়নি, তাই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, যুবদলের সাবেক সভাপতিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

সর্বশেষ