দোয়েলের ডাক এখন ইতিহাস, কোথায় হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি?
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। একসময় এই পাখির কিচিরমিচির ডাক ভোরবেলা ঘুম ভাঙাতো গ্রামীণ জনপদের মানুষের। দুই টাকার কাগজের নোটে ছবি থাকলেও বাস্তবে এখন খুব কমই দেখা মেলে এই পাখির। গ্রাম-গঞ্জ, মাঠ-ঘাট, বন-জঙ্গল কিংবা গাছ-লতায় নানা প্রজাতির পাখির দেখা মিললেও চিরচেনা জাতীয় পাখি দোয়েল যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। দোয়েল প্যাসেরিফরম (চড়ুই-প্রতিম) বর্গের অন্তর্গত একটি পাখি। এর বৈজ্ঞানিক নাম Copsychus saularis। এরা মূলত Muscicapidae পরিবারভুক্ত। ফরাসি ভাষায় পাখিটিকে বলা হয় Shama dayal আর ওলন্দাজ ভাষায় এর নাম Dayallijster। দোয়েলের শরীর ছোট ও আকর্ষণীয়। সাদা-কালো রঙের দোয়েলকে সহজেই চেনা যায়। কিচিরমিচির শব্দ, সুমধুর সুরেলা ডাক আর শিষ দিয়ে ডাকার জন্য এই পাখি মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয়।