বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম দুর্ঘটনায় নিহতদের স্মরণে কাজা-দো বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

ট্রাম দুর্ঘটনায় নিহতদের স্মরণে কাজা-দো বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

গত ৩ সেপ্টেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের এলিভাদোর দা গ্লোরিয়াতে মর্মান্ত দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারায় ৮ দেশের নারী শিশু সহ প্রায় ১৮ জন। এই দুর্ঘটনা পর্তুগালে ঘটে যাওয়া এখন পর্যন্ত স্মরণকালের সব থেকে বড় ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পরে দেশটি নেমে এসেছে শোকের ছায়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে  দেশব্যাপী এক দিনের শোক ঘোষণা করা আর লিসবন সিটিতে ৩ দিন শোক।

দুর্ঘটনার স্থানে বিভিন্ন দেশের শ্রেণী পেশার মানুষ ফুল মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাতে আসে, শোক শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন দুর্ঘটনায় নিহতদের। স্থায়ী সময় সকাল ১১টায় পর্তুগালের বসবাস করা বাংলাদেশীদের আশার বাতি ঘর -কাজা-দো বাংলাদেশের পক্ষ থেকে জানানো শোক ও শ্রদ্ধা নিবেদন। 

শ্রদ্ধা শেষে ১ মিনিট নিরাবতা পালন করে, এসময় উপস্থিত ছিলেন কাজা-দো বাংলাদেশের এম হাকীম মিনহাজ,রনি হুসাইন, মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চন , শাহীদ আহমেদ প্রিন্স , শাহিন হুসাইন,লাবনী খাতুন , হাফিজ আল আসাদ।

শ্রদ্ধাঞ্জলি শেষে এম এ হাকিম মিনহাজ বলেন, আমি অত্যন্ত শোক এবং শ্রদ্ধা যাপন করছি এবং সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি  পুরাতন এই ট্রাম গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যেন ভবিষ্যতে আর এ ধরনের বড় কোন দুর্ঘটনা না ঘটে , কেননা আমাদের কাছে কোন মৃত্যুই কাম্য নয়। 

রনি হুসাইন বলেন, আমরা যারা পর্তুগালে বসবাস করি পর্তুগালের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে, পর্তুগাল হাসলে আমরা হাসি পর্তুগাল কাঁদলে আমরাও কাঁদি তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।

মাসুম আহমেদ বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি ৩ সেপ্টেম্বর দুর্ঘটনায় নিহত  হওয়া সবাইকে। আমাদের কাছে কোনই মৃত্যু কাম্য নয় পর্তুগাল তথা বিশ্বের সাথে আমরাও শোকাহত এবং মর্মাহত এই ঘটনায়।

সম্পর্কিত বিষয়: