শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ১৫ নভেম্বর ২০২৫

পিরোজপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দুই পুলিশ ক্লোজড

পিরোজপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দুই পুলিশ ক্লোজড
ছবি: সংগৃহীত

পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ আগুনের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন গণমাধ্যমকে বলেন, 'এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দিয়ে বিভিন্ন স্থানে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভগুলোতে নাশকতা ঘটিয়ে যাচ্ছে।'

এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, 'দেখে মনে হচ্ছে, কাপড় জাতীয় কিছু জড়িয়ে দিয়ে তারপর আগুন দেয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।'

পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, 'রাত ৩টার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তদারকি করে চলে যান। ধারণা করা হচ্ছে, ফজর নামাজের আগে-পরে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।'

পুলিশ সুপার আরও বলেন, 'এসব দুস্কৃতকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'

সদ্য সংবাদ/এমটি