শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১৫ নভেম্বর ২০২৫

হত্যা মামলার আসামিকে মিডিয়ায় আনায় রাজশাহী পুলিশ কমিশনারকে শোকজ

হত্যা মামলার আসামিকে মিডিয়ায় আনায় রাজশাহী পুলিশ কমিশনারকে শোকজ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিকে পুলিশি হেফাজতে রেখে মিডিয়ার সামনে কথা বলতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ নোটিশ দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক নির্দেশনায় এই শোকজ জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতে হবে।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের তেরখাদিয়া ডাবতলা এলাকার ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে ভয়াবহ হামলার ঘটনায় বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার পর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কিন্তু পরে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই আসামি লিমন মিয়াকে সামনে এনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। যেখানে সে ভিকটিমকে দোষারোপ করে মন্তব্যও করেছে।

আদালত জানায়, এটি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা, বিশেষ করে আয়েশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলার রায়ের নির্ধারিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

সদ্য সংবাদ/এমটি