শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ১৪ নভেম্বর ২০২৫

ইসলামকে একবার ভোট দিন, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত: মুফতি ফয়জুল করীম

ইসলামকে একবার ভোট দিন, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত: মুফতি ফয়জুল করীম

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “ধানের শীষ, নৌকা, নাঙল সবাই নির্বাচনে জয়ী হয়ে জনগণকে পরীক্ষা দিয়ে ফেলেছে। ইসলামকে একবার ভোট দিন, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত।”

শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, “বিগত সরকারের সময়ে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নেওয়া হয়েছে। ইসলামী দলগুলো ক্ষমতায় এলে মেধাবী ছাত্র-যুবকরা সরকারের দায়িত্ব নেবে, সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠা হবে এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। চুরি, ডাকাতি, খুন ও চাঁদাবাজি বন্ধ হবে।”

সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, জেলা সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নিয়াজুল করীম, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আব্দুল হালিম, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী ও পৌর সভাপতি রাইখান উদ্দিন আনসারী।

অধ্যাপক মাহবুবুর রহমান প্রশাসনের প্রতি জোর দাবি জানান, কোনো দল বা নেতাকর্মীর উপর সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হয়রানি করা উচিত নয়।