শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

‎‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১৫ নভেম্বর ২০২৫

‎কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

‎কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
ছবি: সদ্য সংবাদ

‎‎কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডে উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।‎

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে মোট ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে বদলির আদেশ জারি করা হয়। ওই তালিকায় কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসেবে অন্নপূর্ণা দেবনাথের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎উল্লেখ্য, চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিফাত মেহনাজ। প্রায় দুই মাসের মাথায় তাকে অন্যত্র বদলি করা হলো।

‎‎নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কুড়িগ্রামের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সচেতন মহল।

আতিকুর রহমান/এমটি