এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান
এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সচিবালয় অভিমুখে যাত্রা করেন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ উঠেছে। শিক্ষক প্রতিনিধিদের দাবি, এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। এ সময় পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনরত শিক্ষকরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তাঁরা। তাঁদের এক দফা দাবি সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।
রোববার, ৯ নভেম্বর ২০২৫, ১৯:২৭