পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সময় হলে বুঝতে পারব: রাবি উপাচার্য
‘রাকসুতে আপনারা যারা যতক্ষণ প্রশাসনের অংশ, ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সেটা সময়ের ব্যবধানে কী হবে আমরা সবাই বুঝতে পারব। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন,‘একটা সুন্দর রাকসু নির্বাচনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।’