ইবি ’ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন সভাপতি বিলাসী সাহা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক বিলাসী সাহা। এর আগে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের কারণে সাময়িক বরখাস্ত হন বিভাগের সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। নবনিযুক্ত সভাপতি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় তদ্বস্থলে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারার খ(১০) উপধারা মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা-কে ৯ নভেম্বর (২০২৫) হতে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, 'আমি চিঠি পেয়েছি। প্রথমত, বিভাগের সংকটে আমার নজর থাকবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাচ্ছি।'
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি



























