ইবিতে ’সোচ্চারের’ উদ্যোগে দিনব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী মানবাধিকার ও যুবকদের ভূমিকা -শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নং কক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালার আয়োজন করে সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক ইবি চ্যাপ্টার।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতিসংঘের গভর্নেন্স বিশেষজ্ঞ ও সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসাইন, সোচ্চার টর্চার ওয়াচডগের প্রজেক্ট ম্যানেজার ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া তামান্না এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ও সাপোর্ট বিভাগের সহকারী পরিচালক সুমাইয়া তাসনিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবির সহকারী প্রক্টর ও সোচ্চারের উপদেষ্টক অধ্যাপক ড. ফকরুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রাহাত, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলুসহ ৩০ জন নির্বাচিত প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
কর্মশালায় মানবাধিকারের মৌলিক বিষয়, জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া, ট্রমাটাইজড ব্যক্তিদের মোকাবিলার পন্থা ও ক্যাম্পাসে মানবাধিকার ডকুমেন্টেশন ও এক্টিভিজম চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, 'আমরা জেলায় জেলায় রাজনৈতিক বিশ্ববিদ্যালয় গড়েছি। অথচ আমাদের প্রয়োজন ছিল গুণগত পরিবর্তন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি এ প্লাস। অথচ আমাদের সমাজে নারীদের মূল্যায়ন নেই, মানুষের নিরাপত্তা নেই। এটাই কি উন্নয়ন?'
তিনি বলেন, 'সক্রেটিস বলেছেন নো দাই সেল্ফ। আমরা অধিকার নিয়ে কথা বলি কিন্তু আমাদের কর্তব্য আমরা জানিনা। এসব আমাদের ভাবতে হবে। নলেজ ইজ পাওয়ার। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? ভার্চুয়াস নলেজ। এখানে একাডেমিক শিক্ষার কথা বলা হয়নি। এখানে সৎ জ্ঞান, সৎ গুণ অর্জনের কথা বলা হয়েছে। এজন্য দরকার ধর্মীয় শিক্ষার। কিন্তু ধর্মীয় শিক্ষা বলতে আমাদের বোঝানো হতো জামাত শিবির। অথচ প্রতিটি ধর্মেই নৈতিকতা ও ভার্চুয়াল নলেজ দেয়া হয়েছে।'
তিনি আরও বো আমরা যেহেতু সোচ্চারের সাথে কাজ করছি, সোচ্চার যেহেতু আমাদের অধিকারের কথা বলে, এর সাথে আমাদের কর্তব্যের বিষয় খেয়াল রাখতে হবে। তবেই আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর দেশ পাবো।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি



























