এনসিপির শীর্ষ ৫ নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পাঁচ শীর্ষ নেতাকে কক্সবাজার ভ্রমণের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় রাজনৈতিক পর্ষদকে পূর্বে না জানিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে এ সফরে যাওয়ায় নেতাদের প্রতি এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, “গতকাল ৫ আগস্ট, ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। এ সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত করা হয়নি।”
এতে আরও উল্লেখ করা হয়, “এই প্রেক্ষাপটে, আপনার সিদ্ধান্তের কারণ ও প্রাসঙ্গিক ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে পেশ করতে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”
এ বিষয়ে দলীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।