ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আলোচনা হবে: সালাহউদ্দিন আহমেদ
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বোলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত' মহাসম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, 'বিএনপি বিশ্বাস করে, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে "আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস" মূলনীতিকে পুনর্বহাল করা হবে।'
তিনি বলেন, 'রাসুলুল্লাহ (সা.) পুরো মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মুসলমানদের আকিদায় তিনি আখেরি নবী, তার পরে আর কোনো নবী আসবেন না। যারা নিজেরা নবীর দাবি করেন, তারা মূলধারার এই ঈমানি বিশ্বাসের বাইরে অবস্থান করেন।'
আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'বাংলাদেশে মুসলমানদের পরিচয় ও বিশ্বাসের ঐক্য রক্ষা করা জরুরি। মিল্লাত ঐক্যবদ্ধ থাকলে কেউ মুসলমানদের বিভক্ত করতে পারবে না।'
সম্মেলনের আয়োজক খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তোলে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ সমাবেশে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা এবং দেশজুড়ে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বক্তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সদ্য সংবাদ/এমটি



























