ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আলোচনা হবে: সালাহউদ্দিন আহমেদ
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বোলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, `বিএনপি বিশ্বাস করে, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে "আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস" মূলনীতিকে পুনর্বহাল করা হবে।`