র্যাবের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেফতার, ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় র্যাবের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা হলেন মো. আবদুল্লাহ আল মামুন (৪১), সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি লক্ষ্মীপুর সদর থানার আবদুল মতিনের ছেলে।