বাঘায় বন্যার্তদের পাশে ছাত্রশিবির
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শুকনো খাবার, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ছাত্রশিবির বাঘা উপজেলা নেতৃবৃন্দ বলেন, “মানবতার সেবায় এগিয়ে আসা ছাত্রশিবিরের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা সর্বদা পাশে আছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বন্যার্ত জনগণ ও শিক্ষার্থীরা এ সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, সংকটকালীন সময়ে এমন মানবিক উদ্যোগ তাদের সাহস ও আশার আলো দেখিয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এখনো পানি নামেনি। ফলে এলাকায় খাদ্য সংকট বিরাজ করছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ছাত্রশিবিরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



























