শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:১৭, ১৯ আগস্ট ২০২৫

বাঘায় বন্যার্তদের পাশে ছাত্রশিবির

বাঘায় বন্যার্তদের পাশে ছাত্রশিবির
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শুকনো খাবার, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ছাত্রশিবির বাঘা উপজেলা নেতৃবৃন্দ বলেন, “মানবতার সেবায় এগিয়ে আসা ছাত্রশিবিরের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা সর্বদা পাশে আছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বন্যার্ত জনগণ ও শিক্ষার্থীরা এ সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, সংকটকালীন সময়ে এমন মানবিক উদ্যোগ তাদের সাহস ও আশার আলো দেখিয়েছে।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এখনো পানি নামেনি। ফলে এলাকায় খাদ্য সংকট বিরাজ করছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ছাত্রশিবিরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ