বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২৫, ৪ আগস্ট ২০২৫

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা বীর প্রতীক এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি ক্লাবে রাত্রিযাপন করেন। সোমবার সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু নির্ধারিত সময়ে তিনি না আসায় মোবাইলে একাধিকবার কল করা হয়। কোনো সাড়া না পাওয়ায় স্বজনরা কক্ষে আসেন এবং বারবার দরজায় নক করলেও প্রতিক্রিয়া মেলেনি। পরে বারান্দার কাঁচের দরজা ভেঙে কক্ষে ঢুকে বিছানায় তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, এম হারুন-অর-রশীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), চট্টগ্রামের একটি চিকিৎসক দল মরদেহ পরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি।

১৯৪৮ সালে জন্ম নেওয়া এম হারুন-অর-রশীদ চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি "বীর প্রতীক" খেতাবে ভূষিত হন।