বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এই দেশ সবার—ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে এখানে। আমরা সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখেই এগিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও একসঙ্গে শান্তিতে বসবাস করব।’ শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।