সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে: মজিবুর রহমান মঞ্জু
আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার আগমনের দিন। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার আগমন ঘটলেও মহাষষ্ঠীতে দেবী পূজার জন্য আনুষ্ঠানিকভাবে মণ্ডপে আমন্ত্রণ জানানো হয়। দুর্গাপূজার প্রারম্ভিক এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন এবং পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮