কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে এনসিপির দলীয় মনোনয়ন নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, 'সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি সমর্থন চাই।'
তিনি আরও বলেন, আমরা যারা স্বপ্ন নিয়ে দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত লড়াই করে টিকে গেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়েছি.০০ সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।'
সদ্য সংবাদ/এমটি



























