শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ নভেম্বর ২০২৫

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: সরকারকে প্রশ্ন রিজভীর

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: সরকারকে প্রশ্ন রিজভীর
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত গণভোটে সাধারণ মানুষের প্রকৃত মতামত জানানোর কোনো সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলেও ‘না’ বলার সুযোগ নেই, যা গণতান্ত্রিক অধিকার সীমিত করে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, 'গণভোটের প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন, অসম্মতি জানানোর পথই বন্ধ। মানুষ যদি দ্বিমত পোষণ করে, তা প্রকাশ করার পদ্ধতি উল্লেখ নেই।'

তিনি বলেন, 'ভোটারদের সহজবোধ্য ভাষায় প্রশ্ন দেওয়া উচিত ছিল। যাতে সিদ্ধান্ত নেওয়া আরও স্বচ্ছ হয়।'

রিজভী আরও অভিযোগ করেন, সারাদেশে নানান দুর্ভোগে সাধারণ মানুষ যখন কষ্টে, তখন রাষ্ট্র কার্যকর ভূমিকা রাখছে না।

রিজভী বলেন, 'গণভোট নয়, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুক সরকার।'

বিএনপির সমর্থিত জুলাই সনদ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি। সনদটি আরও পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা উচিত ছিল বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

সদ্য সংবাদ/এমটি