গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: সরকারকে প্রশ্ন রিজভীর
প্রস্তাবিত গণভোটে সাধারণ মানুষের প্রকৃত মতামত জানানোর কোনো সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলেও ‘না’ বলার সুযোগ নেই, যা গণতান্ত্রিক অধিকার সীমিত করে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, `গণভোটের প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন, অসম্মতি জানানোর পথই বন্ধ। মানুষ যদি দ্বিমত পোষণ করে, তা প্রকাশ করার পদ্ধতি উল্লেখ নেই।`