শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন: রিজভী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও তৈরি করেছে। ভিডিওটিতে তাঁকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায়। শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন।’

জুলাই সনদ নিয়ে আশাবাদী বিএনপি: রুহুল কবির রিজভী

জুলাই সনদ নিয়ে আশাবাদী বিএনপি: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই সনদকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।