শেখ হাসিনার নির্দেশেই বাসে আগুন: রিজভী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রাজধানী ও তার আশপাশের জেলায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমনকি একজন পুড়ে মারাও গেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'শেখ হাসিনা ১৪০০ শিশু-কিশোর, তরুণ হত্যা করে এখন ভারতে বসে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। কোনো একটা চোরা রাস্তা দিয়ে দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছেন তিনি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি, পদ্মা সেতু, ফ্লাইওভার সহ নানা উন্নয়ন কার্যক্রমের নামে তারা টাকা হাতিয়ে নিয়েছে। এখন সেই টাকা খরচ করে নাশকতা করার চেষ্টা করছেন।'
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, 'ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হলে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। ফ্যাসিবাদ যেখানে জন্ম ও বিকাশ লাভ করে, সেখানে কোথাও ন্যূনতম গণতন্ত্রের জায়গা থাকে না। শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসন ব্যাবস্থা কায়েম করেছিল। এ সময়ে ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক সহাবস্থান ছিলো না। আমাদের ছাত্রদলের ছেলেরা চায়ের দোকান বা শ্রেণিকক্ষ কোথাও বসতে পারেনি। গত ১৫ বছর বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে এ বিষয়টি ভুগিয়েছে।'
সদ্য সংবাদ/এমটি



























