রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৪১, ১৫ নভেম্বর ২০২৫

শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল নথুল্লাবাদ টার্মিনাল এলাকা

শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল নথুল্লাবাদ টার্মিনাল এলাকা
ছবি: সংগৃহীত

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল হাফ ভাড়া–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়। হিজলা থেকে লোকাল বাসে আসা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দিতে চাইলে হেলপার হেনস্তা করে—এ অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি কলেজে জানাজানি হলে শতশত শিক্ষার্থী নথুল্লাবাদে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা লাঠি ও বাঁশ নিয়ে বাসগুলোতে ভাঙচুর চালায়। এতে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর হয়। শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। ছাত্রদের সঙ্গে ছাত্রদল, শিবিরসহ পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। শ্রমিকরা শেষ পর্যন্ত সংঘর্ষস্থল থেকে সরে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করে।

এক ছাত্র নেতা বলেন, বাস মালিকদের সঙ্গে গত সপ্তাহে বৈঠকে শনিবার থেকে হাফ ভাড়া কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা তা মানেনি।

অপর দিকে পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা অভিযোগ করেন, “কলেজ বন্ধের দিনও বরিশাল-মুলাদী রুটে হাফ ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বিরোধ হয়। পরে সন্ধ্যায় কয়েকশ শিক্ষার্থী স্ট্যান্ডে এসে অর্ধশতাধিক বাস ভাঙচুর করে এবং ১৫–২০ শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।”

রাত ৯টার দিকে সেনাবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।