রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ১৬ নভেম্বর ২০২৫

৫৩ বছর পর প্রথমবার নিজ গ্রামের প্রার্থী পেয়ে চার গ্রামে উৎসবের আমেজ

৫৩ বছর পর প্রথমবার নিজ গ্রামের প্রার্থী পেয়ে চার গ্রামে উৎসবের আমেজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ঘিরে চার গ্রামের মানুষের উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আয়োজিত এ সমাবেশে চার গ্রামের হাজারো মানুষের জড়ো হওয়া এলাকায় নতুন রাজনৈতিক উচ্ছ্বাস ও ঐক্যের আবহ তৈরি করেছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকার নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে চার গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। শুরু থেকেই ঈদগাঁহ মাঠে চারদিক থেকে মানুষের ঢল নামতে থাকে।

স্থানীয়রা জানান, গত ৫৩ বছরে নিজেদের এলাকা থেকে জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী না পাওয়ায় এবার নিজেদের সন্তানকে প্রার্থী হিসেবে পেয়ে তারা এক বিরল ঐক্যের রেখায় দাঁড়িয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আমার কোনো ভুল–ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি পথ চলছি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকবেন—এই আমার বিনীত আবেদন।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে দৃঢ় অবস্থান তৈরি করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি পিছপা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫৩ বছরে চার গ্রামে নিজেদের অঞ্চল থেকে কোনো প্রার্থী না থাকার কারণে এবারের নির্বাচন তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এলাকার সন্তান অ্যাডভোকেট মান্নানকে প্রার্থী হিসেবে পেয়ে নবীন–প্রবীণ, শ্রমজীবী–কৃষক–ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে চার গ্রামের সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অ্যাডভোকেট মান্নানকে বরণ করে নেন। তাকে ঘিরে চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

সর্বশেষ