কৃষকদল নেতাকে গুলি, কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে স্থানীয় কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আঘাতও দেওয়া হয়।
আহত মো. নাহিদুর রহমান পারভেজ, যিনি মাসদাইরের ১৩ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পারভেজের এলাকায় কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। ঘটনা শনিবার দুপুরে শহরের মাসদাইর, বেগম রোকেয়া স্কুল সংলগ্ন এলাকায় ঘটে।
আহত পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলেন। তখন বুইট্টা মাসুদ তার দিকে তাকানোর অভিযোগ করে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। এরপর রিপন নামে একজন ধারালো সুইচগিয়ার দিয়ে হাতের মধ্যে ছুরিকাঘাত করে এবং জাহিদ নামে আরেকজন লোহা দিয়ে মাথায় আঘাত করে। একই সময় বুইট্টা মাসুদ আবার গুলি চালায়। তিনি দ্রুত দৌড়ে নিরাপদে সরে আসেন। পারভেজ দাবি করেন, তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, তাই তাকে লক্ষ্য করেছে।
পারভেজের মা মোকারিমা বলেন, তার ছেলেকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং তিনি ঘটনার পূর্ণ বিচার চাইছেন। ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখযোগ্য, স্কুলটির সামনের এলাকায় পূর্বেও প্রকাশ্যে মাদক বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সম্প্রতি সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে কর্মকর্তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। তাদের হাতে আটক হওয়া চার শীর্ষ মাদক বিক্রেতাকে সহযোগী মাদককারবারিরা ছাড়া দিয়েছিল। এছাড়া একই এলাকায় পুলিশের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটে।



























