লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির ছিলেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকানসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত নন এবং খোঁজখবর নিচ্ছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এবং কী কারণে জহিরকে হত্যা করেছে, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



























