১৫ আগস্ট শোক জানানো অভিনয় শিল্পীদেরকে সংগঠিত করছে কারা?
শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গত ১৫ আগস্ট স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের বিনোদন অনেক জনপ্রিয় শিল্পী, গায়ক, সংবাদকর্মী, অভিনেতা, মডেলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।পুরোদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকে তাদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, কাদের পরিকল্পনা ও চক্রান্তে তারকারা এক যুগে এ কাজ করেছেন, কাদেরকে আটক করলে আসল তথ্য বের হয়ে যাবে তাদের বিষয়ে তথ্য দিয়েছেন।