বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে খুন রাজবাড়ীর আজাদ 

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে খুন রাজবাড়ীর আজাদ 
ছবি: সংগৃহীত

ইরাকে মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার আজাদ খান (৪৭)। জীবিকার তাগিদে তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাকে গেলেও কাজ না পেয়ে বেকার সময় কাটছিল তার। 

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে তিনি নিখোঁজ হন। ১৮ (সেপ্টম্বর) বৃহস্পতিবার রাতে লিটন নামে এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করে তিন টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার স্তুপে ফেলে রাখা হয়েছে।  

শহরের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে তার লাশ পান। তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।

নিহতের স্ত্রী ময়না বেগম বলেন, স্বামীকে বিদেশ পাঠিয়ে আমাদের পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। ধারদেনা করে স্বামীকে স্থানীয় বাবুলের মাধ্যমে তিন মাস আগে ইরাকে পাঠাই। তাকে যে কাজ দেওয়ার কথা ছিল, বাবুল তাকে সেই কাজ না দিয়ে অন্য একটি কাজ দেয়। আমার স্বামী বাবুলের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে। কিন্তু বাবুল তার কোনো ফোন ধরেনি। বাবুল ফোন ধরলে হয়তো আজ আমার স্বামীর এই করুণ পরিণতি হতো না। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

এ বিষয়ে বাবুল এর সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে জানান, আমি ওকে যেখানে দিয়েছিলাম সেখান থেকে কুমিল্লার সোহাগ নামে একটি ছেলে তাকে একটি দোকানে কাজ দেয়। সেই দোকানের মালিক (কফিল) আজাদকে তার বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে বাড়িঘরের ময়লা ও আশপাশ পরিষ্কার করায়। এর মধ্যে আমি সোহাগকে ফোন করে আজাদের খবর জানতে চাই। 

আজ শুনতে পাচ্ছি আজাদকে হত্যা করে লাশ তিন টুকরো করে ফেলা হয়েছে। আমরা ইরাকের বাংলাদেশ অ্যাম্বাসিতে বিচার দিয়েছি। অ্যাম্বাসির লোকজনসহ আমরা সেখানে যাচ্ছি। আজাদের লাশ বাগদাদের একটি মর্গে রাখা হয়েছে।

আগামী রোববার আজাদের হত্যাকারী আসামি কফিলকে কাজুমিয়া আদালতে তোলা হবে। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ