জীবিকার তাগিদে ইরাকে গিয়ে খুন রাজবাড়ীর আজাদ
ইরাকে মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার আজাদ খান (৪৭)। জীবিকার তাগিদে তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাকে গেলেও কাজ না পেয়ে বেকার সময় কাটছিল তার।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে তিনি নিখোঁজ হন। ১৮ (সেপ্টম্বর) বৃহস্পতিবার রাতে লিটন নামে এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করে তিন টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার স্তুপে ফেলে রাখা হয়েছে।