ইরান-ইরাকের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর
বাগদাদে সোমবার (১১ আগস্ট) ইরান ও ইরাকের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
চুক্তি স্বাক্ষরের আগে লারিজানি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধানমন্ত্রী সুদানি এবং প্রেসিডেন্ট আবদুল লতিফ রাশিদের সঙ্গে বৈঠক করেন।
বাগদাদ সফর শেষে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লেবানন সফরে যাবেন বলে জানা গেছে।



























