রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ইরান

ইরান

ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়। ইরানি সংবাদসংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলকে জবাব দিতে ১০ গুণ শক্তি বাড়িয়েছে ইরান: হোসেইন নেজাত

ইসরায়েলকে জবাব দিতে ১০ গুণ শক্তি বাড়িয়েছে ইরান: হোসেইন নেজাত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রু প্রমিজ–টু’ অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি ও দুর্বলতা দূরীকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে। জেনারেল নেজাত উল্লেখ করেন, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেভাগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল তৈরি করা হয়েছে।

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনের বিষয়ে যা বললেন খামেনি

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনের বিষয়ে যা বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, বিশ্বজুড়ে ইসরাইল ক্রমেই একঘরে হয়ে পড়ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরাইল জানায়, নেতানিয়াহুর বক্তব্যের সময় শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। খামেনি বলেন, আজ বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা হলো দুষ্ট জায়নিস্ট রেজিম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে লিখেছেন, এই শয়তানি শাসন এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।