রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:২০, ১৯ অক্টোবর ২০২৫

গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান 

গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান 
ছবি: সংগৃহীত

ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) মিজান সংবাদ সংস্থাকে বিষয়টি জানিয়েছেন একজন ইরানি প্রসিকিউটর।

মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগের কর্মকর্তা কাজেম মুসাভি জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন তথ্য বিনিময়ের অভিযোগে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মুসাভির বরাত দিয়ে মিজান প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি জায়নবাদী শাসকগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। তিনি মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গোয়েন্দা সহযোগিতার কাজ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি শিশু-হত্যাকারী এবং জায়নবাদী শাসকগোষ্ঠীর কাছে সাইবারস্পেসে সংবেদনশীল তথ্য পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে দেশের গোয়েন্দা ও বিচার বিভাগ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাকে শনাক্ত করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়া আটকানো গেছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মাসেও ইরান একই ধরনের ঘটনার জন্য আরেকজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ