স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
গাজীপুরের কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবন থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ নভেম্বর) সকালে।
পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূ হলেন রহিমা বেগম এবং রক্তাক্ত স্বামী ইমরান হোসেন। নিহত ব্যক্তির ছেলে জানান, প্রথমে বাবা মা’কে জ’বাই করেছে এবং পরে নিজের গলাও কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। ইমরান হোসেন পেশায় কসাই ছিলেন এবং স্ত্রী গৃহিণী। পরিবার সূত্রে জানা গেছে, এটি তাদের দ্বিতীয় বিয়ে।
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইমরানের মেয়ে শারমিনের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



























