নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
গত ২৩ অক্টোবর পঞ্চগড় থেকে পায়ে শিকল পরা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরদিন টঙ্গী পূর্ব থানায় তিনি নিজেই মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় ২২ অক্টোবর সকালে টঙ্গীর শিলমন এলাকায় মর্নিং ওয়াকের সময় তাকে একটি অ্যাম্বুল্যান্সে তুলে অপহরণ করা হয় এবং নির্যাতনের পর পঞ্চগড়ে ফেলে দেওয়া হয়। তবে তদন্তে পুলিশের কাছে উঠে আসে ভিন্ন চিত্র। তদন্ত দল ঘটনাস্থল ও তার বাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখতে পায়, ঘটনার সময় এলাকায় কোনো অ্যাম্বুল্যান্স চলাচল করেনি। বরং ফুটেজে দেখা যায়, মুফতি মুহিব্বুল্লাহ নিজেই অটোরিকশায় চড়ে যাচ্ছেন।