শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

মোঃ আল-আমীন (গাজীপুর প্রতিনিধি)

প্রকাশিত: ১৩:৫২, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১৯, ৪ অক্টোবর ২০২৫

গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ছবি: সদ্য সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদের চাপাইর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে বরিয়াবহ এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।  এর আগে গতকাল শুক্রবার সকালে শিশু অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু তন্ময় চন্দ্র দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর এলাকায় তুরাগ নদে বৃহস্পতিবার বিকালে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকায় নৌকাটি ডুবে যায়। এসময়ে বেশিরভাগ লোকজন সাতরে পাড়ে উঠতে পারলেও চার বছরের শিশু অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। শুক্রবার সকালে শিশু অঙ্কিতার লাশ উদ্ধার করে ডুবুরি দল। শনিবার সকালে উপজেলার ঘাটাখালি নদীতে বরিয়াবহ-রসুলপুর ব্রীজের পাশে তন্ময়ের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, আজ সকালে ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।