গাজীপুরে গলাকেটে স্ত্রীকে হত্যা, গুরুতর আহত স্বামী; পুলিশ হেফাজতে দম্পতির মেয়ে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তার স্বামী ইমরান হোসেনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দম্পতির ১৬ বছরের মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেটের পাঁচতলার এক বাসায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী মার্কেটের পাঁচতলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকতেন। ইমরান স্থানীয়ভাবে মাংস বিক্রির কাজ করতেন। শনিবার (১৫ নভেম্বর) ভোরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ সেখানে গেলে দেখতে পায়, ইমরান এখনও জীবিত এবং অর্ধগলাকাটা অবস্থায় নড়াচড়া করছেন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'দম্পতির কিশোরী মেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে নিজেই নিজের গলা কাটার চেষ্টা করেন। তবে তার বর্ণনায় অসংগতির কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'
সদ্য সংবাদ/এমটি



























