হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ
ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনি প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের ওপর ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নাই। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।’
বিষয়টি নিশ্চিত করে হাদি বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়েও ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনি প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। এধরনের ইচ্ছাকৃত ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।
সদ্য সংবাদ/এমটি



























