ডা. শফিকুরকে ফজলুর রহমান
‘করতেন জাসদ, এখন হইছেন একদম আমিরে জামায়াত’
এক সময়ের জাসদ-ঘরানা ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী শফিকুর রহমান এখন কীভাবে জামায়াতের আমির হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, 'ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। যারা আগে ধর্মে বিশ্বাস করতেন না, সমাজ বিপ্লব করবেন বলে কথা বলতেন, তারা আজ হঠাৎ করে ধর্মের খাদেম হয়ে বসেন, এটা বুঝি না।'
তিনি আরও বলেন, 'ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন সুফিবাদী ধারার মানুষ, এদের সঙ্গেই তার বিশ্বাস। কিন্তু জামায়াতের ধারা ওহাবি মতাদর্শভিত্তিক, যা ইসলামী ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। '
ফজলুর রহমান বলেন, 'ইসলামকে পূর্ণভাবে মানতে হলে মারফত, তরিকতসহ আধ্যাত্মিক দিকগুলো স্বীকার করতেই হবে। শরীয়তের পাশাপাশি আপনাকে বিশ্বাস করতে হবে নবী বোরাকে গিয়েছিলেন, নবীর ওপর ওহি নাজিল হয়েছে। যদি বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে সেটা ইসলাম নয়।'
জামায়াতের আদর্শকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও বলেন, 'জামায়াতের ইসলাম সূরা নুরুল ইসলাম; আর আমার ইসলাম হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথ।'
ডা. শফিকুর রহমানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'আপনি বসেন আমার সঙ্গে, দেখি আপনি কোন ধর্ম প্রচার করেন।'
সদ্য সংবাদ/এমটি



























