‘করতেন জাসদ, এখন হইছেন একদম আমিরে জামায়াত’
এক সময়ের জাসদ-ঘরানা ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী শফিকুর রহমান এখন কীভাবে জামায়াতের আমির হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, `ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। যারা আগে ধর্মে বিশ্বাস করতেন না, সমাজ বিপ্লব করবেন বলে কথা বলতেন, তারা আজ হঠাৎ করে ধর্মের খাদেম হয়ে বসেন, এটা বুঝি না।`