বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

বিএনপি

বিএনপি

বিএনপি নেতা ও প্রকৌশলী মিলেমিশে দখল বাণিজ্যে

বিএনপি নেতা ও প্রকৌশলী মিলেমিশে দখল বাণিজ্যে

রাজধানীর প্রাণকেন্দ্র রমনা পার্কের অভ্যন্তরে অবস্থিত ঐতিহ্যবাহী চাইনিজ রেস্তোরাটি বেদখল হয়ে গেছে। গত বছরের ৫ আগস্ট  ক্ষমতার পালাবদলের পরপরই বিএনপির পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি রেস্তোরাঁটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এ কাজে সহযোগিতা করেছেন গণপূর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলী- এমনই অভিযোগ উঠেছে বিভিন্ন সূত্র থেকে। গণপূর্ত অধিদপ্তরের নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘ইউরো এশিয়ানো’ নামের প্রতিষ্ঠান ৩ কোটি ৩ লাখ টাকায় পাঁচ বছরের জন্য রমনা রেস্তোরাঁর ইজারা নেয়। প্রতিষ্ঠানটির মালিক ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ইজারা চুক্তি অনুযায়ী, নিয়মিত সরকারি রাজস্ব জমা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি রেস্তোরাঁ পরিচালনা করছিল।